দুর্গোৎসব উপলক্ষে ফতুল্লার পুজামন্ডপসহ প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে ইউএনও
- আপডেট সময়- ০৫:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লাস্থ বুড়িগঙ্গা নদীপাড়স্থ প্রতিমা বিসর্জন ঘাটের সার্বিক পরিস্থিতিসহ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) তাসলিমা নাসরিন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় তিনি ফতুল্লার গরুরহাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনের পাশাপাশি লালপুরের শ্রীশ্রী কালিমন্দিরসহ একাধিক মন্দিরের আসন্ন শারদীয় দুর্গোৎসবের পুজামন্ডপ পরিদর্শন করে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে আস্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী ভূমি কমিশনার (ফতুল্লা) মো. আসাদুজ্জামান নুর, এডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, পাগলা শ্রীশ্রী লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিবু দাস, সাংবাদিক ও কলামিস্ট রনজিত মোদক, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম. রফিকুল্লাহ রিপন, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার কাজী মাঈনুদ্দিন আহমেদ, সংরক্ষিত মহিলা মেম্বার উম্মে তাহেরা প্রমুখ।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































