ডাকসু নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট

- আপডেট সময়- ১০:৩০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

ছবি :সংগৃহীত
অনলাইন নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রক্রিয়া এবং চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার(১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিটের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।
এর ফলে আগামী ৯ সেপ্টেম্বরের ডাকসুর নির্ধারিত নির্বাচন অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই নির্বাচনে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ এবং বামপন্থী ছাত্রসংগঠনগুলোসহ মোট ১০টি প্যানেল অংশ নিচ্ছিল। ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৬২ জন নারী। এছাড়া ১৮টি হলের ১৩টি পদে ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত হয়েছিলেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা ছিল সদস্য পদে, যেখানে ২১৭ জন প্রার্থী লড়ার প্রস্তুতি নিয়েছিলেন।
নির্বাচনের চূড়ান্ত তালিকা অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী ছিলেন। এছাড়া বিভিন্ন সম্পাদক পদে ৯ থেকে ১৯ জন এবং সদস্য পদে ২১৭ জন প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত ছিলেন।
নির্বাচন স্থগিতের পেছনে মূল কারণ একটি রিট আবেদন। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। এই রিটের প্রাথমিক শুনানির পর হাইকোর্ট নির্বাচন স্থগিতের নির্দেশ দেন। ২৬ আগস্ট প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গেছে, প্রাথমিকভাবে মনোনয়ন জমা দেওয়া ২৮ জন প্রার্থী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এবং বাছাই প্রক্রিয়ায় ১০ জনের মনোনয়ন বাতিল হয়েছে। ফলে চূড়ান্ত প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৪৭১ জনে।
নির্বাচন স্থগিতের এই সিদ্ধান্তে ছাত্র সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।