সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বিজিবি
টেকনাফ সীমান্তবর্তী নাফ নদীতে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি.।।
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক অভিযানে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। তবে পাচারকারীরা পালিয়ে গেছে মিয়ানমারে।
বিজিবি জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাফ নদীর জালিয়ার দ্বীপ ও শোয়ার দ্বীপের মাঝামাঝি এলাকায় টহল জোরদার করে। এ সময় মিয়ানমার থেকে তিনজনকে সাঁতরে আসতে দেখে বিজিবির নৌটহল দল অভিযান চালায়। পাচারকারীরা ইয়াবার প্যাকেট নদীতে ফেলে দ্রুত মিয়ানমার সীমান্তে ফিরে যায়। পরে পানিতে ভাসমান অবস্থায় ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে কাউকে আটক করা না গেলেও বিজিবি পালাতক তিনজনের পরিচয় শনাক্ত করেছে। তারা হলেন—আব্দুর রহিম বাদশা (৪২), মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৬) ও জসিম উদ্দিন (২৫)।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ