সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, কোস্টাগার্ড, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, নৌবাহিনী, পূর্বাভাস, বাংলাদেশ
টেকনাফে ২৪ হাজার ইয়াবা ও সিএনজিসহ পাচারকারী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৯:৪৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা টেকনাফ থানার কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক সিএনজিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে এক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা, সিএনজি এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

















































































































