সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, গণমাধ্যম, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, ঢাকা, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
উখিয়ায় সাংবাদিক তানভীর শাহরিয়ার গ্রেপ্তার, সংবাদকর্মীদের কণ্ঠরোধের অভিযোগ

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০২:৪৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়ার সাহসী সাংবাদিক তানভীর শাহরিয়ারকে মিথ্যা ও সাজানো মামলায় গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ—এমন অভিযোগ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। এ ঘটনাকে তারা সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণের নিন্দনীয় প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।
তানভীর শাহরিয়ার দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে কলম চালিয়ে আসছিলেন। সহকর্মীরা বলছেন, তার নির্ভীক সাংবাদিকতা ছিল সত্য প্রতিষ্ঠার এক শক্তিশালী হাতিয়ার। কিন্তু তাকে মিথ্যা মামলার ফাঁদে ফেলে সমাজে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।
এক যৌথ বিবৃতিতে সংবাদকর্মীরা বলেছেন, “একজন সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা শুধু তার ব্যক্তিগত অধিকার হরণের সামিল নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতাকে রুদ্ধ করার সুস্পষ্ট প্রয়াস।”
তারা অবিলম্বে তানভীর শাহরিয়ারকে মুক্তি দেওয়ার এবং সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় সাংবাদিক সমাজ আরও শক্তিশালী আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ