সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, ফতুল্লা, বন্দর, বাংলাদেশ, সিদ্ধিরগঞ্জ
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে না’গঞ্জ সিটি কর্পোরেশনের প্রস্তুতিমূলক সভা
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৫০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। নাসিক এর আওতাধীন ৬৬টি পূজা মণ্ডপে ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নগর ভবন সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
ও-ই প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে নাসিক প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন- বিসর্জনের দিন কোন ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়। পূজার প্রতিটি কার্যক্রম যেনো নির্বিঘ্নে সম্পন্ন হয়। সে-ই বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। মানুষ যেনো আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে। সে-টি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন- পূজার সময় যাতে শহরের অবকাঠামো নিয়ে কোন সমস্যা না হয়। সে-ই বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু সড়কের ছোটখাট গর্তগুলো মেরামতে প্রায় ৭ লাখ টাকা ব্যয় করা হবে। এছাড়া বিসর্জনের স্থানে বড় মঞ্চ ও আলোক সজ্জার জন্য প্রায় ২ লাখ টাকা ব্যয় হবে। পূজার সময় পূজা পরিষদের নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করা হবে।
নগরীর জলাবদ্ধতা দূরীকরণে নতুন পরিকল্পনা প্রসঙ্গে নাসিক প্রশাসক বলেন- বর্তমানে শহরে বড় ড্রেন নির্মাণ কাজ চলছে। যা শেষ হলে, আগামী বর্ষায় নারায়ণগঞ্জে আর পানি জমবে না। সাময়িক অসুবিধা হলেও এটি নগরবাসীর জন্যই করা হচ্ছে। একই সঙ্গে, জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন অপসারণে বঙ্গবন্ধু সড়কে কিছু ভ্যানগাড়ি চালু করা হবে। ভবিষ্যতে শহরে পাবলিক লাইব্রেরী, চাইল্ড কেয়ার সেন্টার এবং আরও কিছু জনসেবামূলক প্রকল্প হাতে নেওয়া হবে। এ বিষয়ে অচিরেই নগরবাসীর সঙ্গে মতবিনিময় সভা করা হবে।
প্রস্তুতিমূলক সভার এসময় উপস্থিত ছিলেন- নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসাইন, সচিব নূর কুতুবুল আলম, সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































