আড়াইহাজারের সাবেক এমপি বাবুর অনুসারী ইউপি সদস্য গণপিটুনিতে নিহত

- আপডেট সময়- ০৮:৪১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সাবেক সাংসদ বাবুর অনুসারী ইউপি সদস্য গণপিটুনিতে নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বালিয়াপাড়া ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে নিহত যুবক সাবেক ইউপি সদস্য ও আলোচিত সন্ত্রাসী সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল(৪৫)।
স্থানীয়দের তথ্য সূত্রে জানা গেছে, সকালে সোহেল মেম্বারকে ঘিরে ধরে উত্তেজিত এলাকাবাসী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাকে হাত পা বেধে মারধর শুরু করে। এরপর মুহূর্তের মধ্যে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সোহেল মেম্বার মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় সেখানেই মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, প্রাথমিকভাবে আমরা এটি গণপিটুনির ঘটনা হিসেবেই দেখছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, নিহত যুবক সোহেল মেম্বার দীর্ঘদিন ধরে সাবেক সাংসদ বাবুর অনুসারী আড়াইহাজার ও আশপাশের এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৫-১৬টিও বেশি মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগের শাসনামলে সংসদ সদস্য বাবুসহ রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এলাকায় নাশকতা, দখল-বাণিজ্য, মাদক ও চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তোলেন।
এর আগে গত ১২ জুন (শুক্রবার)র্যাব-১১ এর একটি বিশেষ অভিযানিক দল কুমিল্লার দাউদকান্দি ব্রিজের টোল প্লাজা থেকে সোহেল এবং তার সহযোগী ফজলুল হক ফজুসসহ গ্রেফতার করে। তখন থেকেই তাকে এলাকায় ফের প্রতিপক্ষরা ভয়-আতঙ্কের প্রতীক হিসেবে দেখছিল মেম্বার সোহেলকে।
গনপিটুনির ঘটনার পর থেকে বালিয়াপাড়া ব্রাহ্মন্দী এলাকায় ব্যাপক উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েনের কারণে পরিস্থিতি শান্ত রয়েছে।