উত্তাল বাগেরহাট: ফের তিন দিনের হরতালসহ ৬ দিনের কর্মসূচির ঘোষণা

- আপডেট সময়- ০৯:১৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

শরনখোলা(বাগেরহাট) প্রতিনিধি।।
সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে আবারও তিন দিনের হরতালসহ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সর্বদলীয় সম্মিলিত কমিটির সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে মোট ৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।ঘোষিত ৬ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার (১২ সেপ্টেম্বর) ও শনিবার (১৩ সেপ্টেম্বর) মসজিদে মসজিদে গণসংযোগ। রোববার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকসহ সব সরকারি অফিস ঘেরাও করার কথা বলা হয়েছে।
সোম, মঙ্গল ও বুধবার (১৪, ১৫, ১৬) সেপ্টেম্বর টানা তিনদিন সকাল-সন্ধ্যা আহ্বান করা হয়েছে। হরতালের সময়কালীন রাতের বেলায় সকল প্রকার যানবাহন নির্বিঘ্নে চলাচল করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে ৩ দফা হরতালের টানা দুইদিনের ৪৮ ঘণ্টার হরতালের আজ শেষ দিন চলছে।
এদিকে, চলমান হরতালের প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অফিস আদালতে কার্যক্রম বন্ধ রয়েছে। সড়কের মোড়ে মোড়ে টায়ার জ্বালিয়ে ও কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়েছে।প্রসঙ্গত, গত জুলাই মাসের ৩০ তারিখে ভোটার সংখ্যা কম হওয়ায় বাগেরহাটে চারটি আসন থেকে কমিয়ে তিনটি করে গাজীপুর নতুন আসন করার ঘোষণা দেয় নির্বাচন কমিশন।
এরপর থেকে বাগেরহাটের রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ ফুঁসে উঠে। পরবর্তীতে গত ২৫ আগস্ট নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে এ বিষয়ে শুনানিও করে। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। অবশেষে বাগেরহাটর ৪টি আসন থেকে ৩টি আসন চুড়ান্ত করে গত ৪ আগস্ট গেজেট প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী বর্তমানে বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট নিয়ে বাগেরহাট-১ আসন, ফকিরহাট-রামপাল-মোংলা নিয়ে বাগেরহাট–২ আসন ও কচুয়া-মোড়েলগঞ্জ-শরণখোলা নিয়ে বাগেরহাট-৩ সংসদীয় আসন ঘোষণা করে নির্বাচন কমিশন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ