সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বিজিবি
টেকনাফে বিজিবির অভিযানে মানব পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের বিশেষ অভিযানে দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ১৮ আগস্ট স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক খবরে উল্লেখ করা হয়, অবৈধভাবে রোহিঙ্গাদের পাচার করে তাদের এফডিএমএন ক্যাম্প-২৭-এ পাঠানো হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির গোয়েন্দা ও একাধিক টহল দল মাঠে নামে। রাতভর সাড়াশী অভিযানের পর মানব পাচারচক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বিজিবি।
বিজিবি জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ও মানব পাচারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, তারা মাদক কারবারের পাশাপাশি স্থানীয়দের মধ্যে ভীতি সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ফলে এদের গ্রেপ্তারে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন,সামছুল আলম (৪৫), পিতা হাবিবুর রহমান, গ্রাম নাইট্যংপাড়া, টেকনাফ পৌরসভা। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক পাচারের দুইটি মামলা রয়েছে।
আলমগীর হোসেন ওরফে জাবেদ (৩৫), পিতা আঃ জব্বার, গ্রাম নাইট্যংপাড়া, টেকনাফ সদর। তার বিরুদ্ধে হিংসাত্মক আচরণ ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে দুটি মামলা রয়েছে।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “মানব পাচার, মাদক ও সীমান্ত অপরাধ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ