দক্ষ ও প্রশিক্ষিত চালক গড়তে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

- আপডেট সময়- ০৭:৫০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
‘গ্রীন অ্যান্ড ক্লিন’ নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় সড়কে যাত্রীদের নিরাপত্তা, যানজট নিরসন ও সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে পেশাদার গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ।
রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে খানপুরে অবস্থিত বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত দক্ষ চালক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ-র সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. মাহবুবুর রহমান এবং মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।
এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “গ্রীন অ্যান্ড ক্লিন” নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় আমরা পরিবহন ব্যবস্থাকে একটি সবুজ ছাতার নিচে আনার আপ্রাণ চেষ্টা করছি।
আমাদের প্রশাসনের যে ড্রাইভাররা রয়েছেন, তাদের নির্দিষ্ট কোন সময় নেই। ফলে তারা মানুষিক চাপ নিয়ে গাড়ি চালাতে হয়। এজন্য আমরা যথার্থ ট্রেনিং এর ব্যবস্থা করেছি, যাতে মানুষিক চাপমুক্ত থেকে সুচারু ভাবে গাড়ি চালাতে পারে। যারা গাড়ি চালান, গাড়ি হচ্ছে তাদের জীবিকার মূল উৎস।
আমরা গাড়ি চালাচ্ছি গাড়ির টাইমওভার হয়ে গিয়েছে কিনা সেটা খেয়াল করতে হবে। আপনারা যেমন শরীরের উপর যত্ন নিবেন ঠিক তেমনি গাড়ির উপরও বিশেষ যত্ন নিতে হবে।”
ডিসি বলেন, আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। এই জেলায় যত ড্রাইভার ও হেল্পার আছে তাদের সবাইকে আমরা প্রশিক্ষণ দিবো। অনেক সময় দেখা যায়, সচেতনতার অভাবে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে হলেও তার সময় পার হয়ে যায়।
তিনি আরও বলেন, “কার ড্রাইভিং লাইসেন্স কতদিন মেয়াদ আছে? তার শারীরিক অবস্থা কি? আমরা সে বিষয়গুলোর একটা ডাটাবেজ তৈরি করছি। ভবিষ্যতে যারা ডাটাবেজের আওতায় আসবেন তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করতে পারি কিনা সেটিও আমাদের পরিকল্পনায় রয়েছে। মূল লক্ষ্য হচ্ছে আমরা কিভাবে পরিবহন ব্যবস্থাকে নিরাপদ করতে পারি। আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে আরেকজনকে সচেতন করতে পারবো। বাস ড্রাইভার যারা আছে তাদেরকে এক ধরনের মার্কিং পোশাক দিচ্ছি, সরকারি ড্রাইভার যারা আছে তাদেরকে ভিন্ন ধরনের পোশাক দিচ্ছি। আমি মনে করি এতে করে চালকদের আত্মবিশ্বাস ও পরিচয় বহন করবে।
প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন পেশাদার চালক অংশ নেন। পাশাপাশি ডাটাবেজ তৈরি ও নতুন পোশাক বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ