সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কক্সবাজার, গণমাধ্যম, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভসহ মানববন্ধন

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।।
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নির্মমভাবে হত্যা এবং হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কক্সবাজারের জাতীয় সাংবাদিক সংস্থা।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১ ঘটিকার সময় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সদস্য সিরাজুল ইসলাম আজাদের পরিচালনায় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-পাঠাগার সচিব ও সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি ইলির সভাপতিত্বে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটির সহ-পাঠাগার সচিব ও কক্সবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি।
মানববন্ধনে বক্তব্য রাখেন,কক্সবাজার জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ,মোহনা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, চ্যানেল এস টিভির জেলা প্রতিনিধি আয়েজ রবি, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মোঃ আজিম নিহাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, সহ-সম্পাদক মিজানুর রহমান, সাবেক অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন, শহিদুল ইসলাম শাহেদ, অর্থ সম্পাদক নাছিমা আক্তার, সহ-অর্থ সম্পাদক রতন দ্যা, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসেন (সুমন), দপ্তর সম্পাদক শওকত আলম, সদস্য শেখ আহমদ, আরাফাত সিকদার, টেকনাফ উপজেলা কমিটির সভাপতি নুরুল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজ উল্লাহ , সাধারণ সম্পাদক ফরহাদ রহমান, চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন টিপু, মহেশখালী উপজেলা কমিটির সভাপতি আবুল বশর পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ করিম সিকদার, সদস্য মোঃ ইউসুফ, উখিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, বিজয় টিভির দক্ষিণ জেলা প্রতিনিধি মোঃ ফরিদুল আলম, সদস্য ওমর ফারুক সোহাগ এবং অর্থ সম্পাদক ঈমরান ও টেকনাফ কমিটির সদস্য শহীদুল্লাহ শহীদ প্রমুখ।
কেন্দ্রীয় কমিটির সহ-পাঠাগার সচিব ও কক্সবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি বক্তব্যে বলেন, তুহিন হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার পাশাপাশি সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন, তদন্তে স্বচ্ছতা, এবং নিহতের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানান।
এই সময় বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে জবাই করে হত্যা করায় তীব্র ক্ষোভ ও নিন্দ্য প্রকাশ করেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাড়ির দাবি জানান।
মোহনা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল তাঁর বক্তব্যে বলেন-সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও হত্যাকাণ্ড প্রমাণ করে যে, দেশে গণমাধ্যমকর্মীরা আজ ভয়াবহ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
টেকনাফ উপজেলা কমিটির সভাপতি নুরুল হোসাইন বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে নৃশংসভাবে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন-এর উপর বর্বরোচিত হামলা শুধু ব্যক্তি নয়-এটি গোটা সাংবাদিক সমাজ, স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত মত প্রকাশের উপর সরাসরি আঘাত। আমি জোরালোভাবে বলতে চাই-সাংবাদিক হত্যা ও হামলার ঘটনা কোনোভাবেই আইনের আওতার বাইরে থাকতে পারে না। এই হামলার সঙ্গে জড়িত প্রতিটি অপরাধীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় অনতে হবে।
টেকনাফ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ রহমান বলেন,একজন সাংবাদিক তার দায়িত্ববোধ থেকে সমাজের কিছু লোকের কুৎসিত চিত্র জনসমুখে তুলে ধরতে চেয়েছিলেন আর সেই দায়েই তার জীবন দিতে হলো। আরেকজনকে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের ধরে পুলিশের সামনে প্রকাশ্যে ইট দিয়ে থেঁতলে রক্তাক্ত করা হলো। এটা কোনো সভ্য রাষ্ট্রে মেনে নেওয়া যায় না।জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে, এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে আমরা কোনো আপস করবো না।
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম বলেন,আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি-এই ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দিন, দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের মুখোমুখি করুন। সাংবাদিকদের রক্ত যেন আর না করে, মায়ের কোল যেন আর শূন্য না হয়।
অন্যান্য বক্তারা বলেন,আমরা চাই, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি স্বতন্ত্র কমিশন গঠন হোক, যেখানে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে। আর কোনো সাংবাদিক যেন হত্যা বা হামলার শিকার না হয়-এটাই আমাদের দৃঢ় প্রতায়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় না আনা হয়, তাহলে দেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা মারাত্মক হুমকির মুখে পড়বে।
সময়ের সাহসী কলম যোদ্ধার জীবনাবসান ঘটল রক্তস্রোতে ভেসে। যদি দ্রুত বিচার না হয়, কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো। তারা তুহিন হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।পাশাপাশি খুনিদের ইন্ধনদাতাদেরও আইনের আওতায় আনার আহ্বান জানান।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ