বড়লেখায় ছিনতাইকৃত মালামালসহ আটক-২

- আপডেট সময়- ০৫:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শিমুলিয়া এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে সিলেট মহানগরীর শাহপরাণ থানার এলাকা থেকে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের থেকে ভিকটিমের মোবাইল ফোন, নগদ ৯৯ হাজার ৫শ টাকা, দস্যুতায় ব্যবহৃত দেশীয় অস্ত্র দা, মোটরসাইকেল, হেলমেট ও অপরাধকালে পরিহিত জামাকাপড়সহ উদ্ধার করা হয়েছে।
মামলার বাদী আব্দুল আহাদ গত ৩০শে জুলাই দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় বড়লেখা পূবালী ব্যাংক শাখা থেকে ২ লাখ (দুই লক্ষ) টাকা উত্তোলন করে এবং বাদীর মেয়ে সুহাদা আক্তার এর ভ্যানেটি ব্যাগে রক্ষিত নগদ ১৬ হাজার (ষোল হাজার) টাকাসহ সর্বমোট ২ লাখ ১৬ হাজার (দুই লক্ষ যোল হাজার) টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিমুলিয়া নামক স্থানে পৌঁছালে ০২ টি মোটরসাইকেলযোগে আসা ৪ জন দস্যু পথরোধ করে। বাদী ও তার মেয়ে সুহাদার আক্তারের গলায় ধারালো দা ধরে ভয়ভীতি প্রদর্শন করে মেয়ের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেয়। যাহার মধ্যে নগদ ২ লাখ ১৬ হাজার টাকা, একটি স্যামসাং স্মার্ট মোবাইল ফোন, দুই ভরি রুপার চেইন ও জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড ছিল।
এ ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে বড়লেখা থানায় দস্যুতার অভিযোগে নিয়মিত মামলা রুজু করা হয়। (মামলা নম্বর ১৭, তারিখ ৩০/০৭/২০২৫, ধারা ৩৪১/৩৯২ দণ্ডবিধি।
মৌলভীবাজার পুলিশ সুপার অতিরিক্ত (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা এবং কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেনের নেতৃত্বে বড়লেখা থানার ওসি মোঃ মাহবুবুর রহমান মোল্লা, এসআই রতন কুমার হালদার, এসআই সুব্রত চন্দ্র দাস, এএসআই ফজলে আজিম, এএসআই সুলতানসহ একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করা হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। পরবর্তীতে (০১লা আগস্ট) সিলেট জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনায় জড়িত ০২ জন আসামীকে শাহপরাণ থানাধীন কাজিরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেনঃ,সেলিম আহমদ ওরফে অনিক ৫ ভটলা সেলিম (৩৭), সাং- কুলাউড়া গ্রাম, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার, এ/পি- সাং- টিকর পাড়া (পীরেরবাজার), থানা- শাহপরান, এসএমপি, জেলা-সিলেট,সাকিব আহমদ (২৫), পিতা: মৃত মানিক মিয়া, সাং- মির মহল্লা, থানা- শাহপরান, এসএমপি, জেলা- সিলেট, এ/পি- সাং- টিকর পাড়া (পীরেরবাজার), থানা- শাহপরান, এসএমপি, জেলা- সিলেট।
তাদের হেফাজত থেকে ১। নগদ ৯৯,৫০০/- টাকা ২। ভিকটিমের ছিনতাইকৃত স্যামসাং মোবাইল ৩ দস্যুতায় ব্যবহৃত ধারালো একটি দা ৪। একটি TVS Apache RTR 150cc মোটরসাইকেল ও একটি কালো হেলমেট ৫। অভিযুক্তদের দস্যুতাকালীন পরিহিত টি-শার্ট ও গেঞ্জি
গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে এবং মামলার বাদী উক্ত আসামীদের সনাক্ত করেছেন। আসামীদের আরোও জিজ্ঞাসাবাদে তারা তাদের অপর সহযোগী পলাতকদের নাম-ঠিকানা প্রকাশ করে, যাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।