ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোববার(৩১ আগষ্ট) বিকেলে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক আহবান করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই বৈঠকগুলো পর্যাক্রমে পৃথকভাবে রাজধানীর যমুনা ভবনে অনুষ্ঠিত হবে।
বৈঠকের সময়সূচি হলো-বিকেল ৩টা: বিএনপির সঙ্গে বৈঠক।বিকেল ৪টা ৩০ মিনিট: জামায়াতের সঙ্গে বৈঠক।সন্ধ্যা ৬টা: এনসিপির সঙ্গে বৈঠক।
শফিকুল আলম আরও জানান, শনিবার যমুনায় অনুষ্ঠিত এক সভায় এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় কয়েকজন উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে জানিয়েছে যে, জনগণের ইচ্ছাকে বাধাগ্রস্ত করতে কোনো ধরনের ষড়যন্ত্র, বাধা বা প্রচেষ্টাকে প্রতিহত করা হবে।