সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, ফতুল্লা, বাংলাদেশ
ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৩:৪৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ির সামনে জমে থাকা পানিতে বৈদ্যুতিক পাম্প থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ফতুল্লার সেহারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সেহারচর এলাকার আমির আলীর স্ত্রী রোকসানা পারভীন (৫০) ও তার মেয়ে লামিয়া আক্তার (২৪)।
মেয়ে লামিয়া স্থানীয় সরকারি তোলারাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতদের লাশ নারায়ণগঞ্জ ৩’শ শয্যা খানপুর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিবারের অন্য সদস্যরা জানান, মাগরিবের নামাজ শেষে বাসায় ফিরে রোকসানার স্বামী আমির আলী বাড়ির পেছনে স্ত্রী ও মেয়েকে পড়ে থাকতে দেখতে পান। পরে তাদের দ্রুত তম সময়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফতুল্লা থানার উপপরিদর্শক (এএসআই) কাজী আবুল বাসার বলেন, সেহারচর এলাকা নিচু হওয়ায় বৃষ্টির পানি টিনশেড ঘরে ঢুকে যাওয়ার ফলে পানি সেচার জন্য বৈদ্যুতিক পাম্প ব্যবহার করা হয়েছিল।
ধারণা করা হচ্ছে, ওই পাম্পের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ