নারায়ণগঞ্জের যানজট নিরসনে ডিসির পাশে চেম্বার ও বিকেএমইএ

- আপডেট সময়- ০৬:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের জনসাধারণ ভয়াবহ যানজটের শিকার শহরের সাধারণ জনগণ। এরই ধারাবাহিকতায় ব্যবসায়ীসহ সকল শ্রেনী পেশার মানুষের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্য ও গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ রক্ষার্থে মঙ্গলবার (১২ আগস্ট)বিকেলে জেলা প্রশাসকের(ডিসি) সাথে বিকেএমইএ ও চেম্বারের নেতৃত্বে গুরুত্বপূর্ণ যানজট নিরসন করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও মডেল গ্রুপের কর্ণধার ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে ব্যবসায়ীসহ সকল শ্রেনী পেশার মানুষের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ও বিকেএমইএ এর সাথে যানযট নিরসনে আর্থিক সহায়তা প্রদানে সম্মতি জ্ঞাপন করেছেন।
এসময় চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), সহ-সভাপতি-মোহাম্মদ আবু জাফর, পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, এমরানুল হক মুন্না, মজিবুর রহমান, বিকাশ চন্দ্র সাহা, আহমেদুর রহমান তনু, বিকেএমইএ এর সহ-সভাপতি-মোরশেদ সারোয়ার সোহেল (অর্থ), পরিচালক খন্দকার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ উল্লেখযোগ্য, গত ২৭ জুলাই নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে নারায়ণগঞ্জে অবস্থিত জাতীয় ও স্থানীয় সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যানজট নিরসন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক(ডিসি) নারায়ণগঞ্জের ভয়াবহ যানযট নিরসন কল্পে অতিরিক্ত জনবলের সহায়তার জন্য চেম্বার নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানানো হয়।তারই ধারাবাহিকতায় চেম্বার ও বিকেএমইএ যানযট নিরসনের সহায়তা কল্পে লোকবল যোগান নিশ্চিত করলেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ