না’গঞ্জের বীরমুক্তিযোদ্ধাদের সর্বাত্নক সহায়তায় আশাবাদ ব্যক্ত করেন ডিসি

- আপডেট সময়- ০৫:৪৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমার দরজা সকল মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের জন্য সব সময়ই খোলা থাকবে।
আপনাদের যেকোনো বিষয় বা সমস্যা নিয়ে আমার কাছে আসুন, আমি সর্বদা আপনাদের পাশে থাকবো। সকল ধরনের সহায়তা পাশে থাকব।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নগরীর ১ নাম্বার খেয়াঘাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক(ডিসি) এ কথা বলেন।
তিনি বলেন, এই মাটির টানে নিজের জীবন বাজি রেখে যারা শহীদ হয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি।আপনারা দেশের জন্য যে কাজ করেছেন তা প্রশংসার দাবিদার। আপনারা জাতির সূর্য সন্তান, আপনাদেরকে দেখে আমরা গর্ববোধ করি।
এসময় তিনি উল্লেখ করেন, তার পিতাও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এই কারণে মুক্তিযোদ্ধাদের প্রতি তার বিশেষভাবে দৃষ্টি থাকে এবং এত বছর পরেও তাদের উপস্থিতি দেখে তিনি অভিভূত হয়েছেন।
পরিচিতি সভা অনুষ্ঠানে সদ্য এডহক কমিটির আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, জেলা প্রশাসক(ডিসি) একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। সে আমাদের প্রতি আন্তরিক, তাই তার কাছে আমাদের কোনো চাওয়া-পাওয়া নেই। আমরা তার কাছে কৃতজ্ঞ, তিনি কষ্ট করে উপস্থিত হয়ে সভাকে অলংকৃত করেছেন। তিনি সব সময় আমাদের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার কথা ব্যক্ত করেছেন। আমার তার উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করছি।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ