দীর্ঘ প্রতিক্ষার পর না’গঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটির অনুমোদন

- আপডেট সময়- ০৫:২২:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ এডহক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কামান্ড কাউন্সিল।
৭১’ এর স্বাধীনতা যুদ্ধের গৌরব গাঁথ জাতীর অহংকার বীর মুক্তিযোদ্ধাদের একমাত্র সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের ১১ সদস্যের নতুন এডহক কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।
গত ২৬ জুলাই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভায় বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে আহ্বায়ক, এবং বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়াকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করে এডহক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা শেখ মো. দিলওয়ার হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান এই এডহক কমিটি ঘোষণা করেন।
এডহক কমিটির বাকী অন্যান্য সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম, মোছাদ্দেক হোসেন, শাহজাহান ভূঁইয়া, সিরাজুল ইসলাম, মো. হোসেন, আমান উল্লাহ মিঞা ও সৈয়দ আমির আলী।
উল্লেখ্য যে, এ জেলা কমিটি নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজসহ পরবর্তী পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে দায়িত্ব পালন করবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কমিটি অনুমোদন ও ঘোষণা হওয়ায় জেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বস্তির নিশ্বাস জাগ্রত হয়েছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ