সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কুড়িগ্রাম, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, ফিচার, বাংলাদেশ
জায়গা জটিলতায় আটকে আছে সুন্দরগঞ্জের সড়ক উন্নয়ন, বিপাকে পৌরবাসী

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় পৌরবভবন থেকে কলেজ মোড় পর্যন্ত চলমান সড়ক নির্মাণ কাজ মারাত্মক জায়গা জটিলতার কবলে পড়ে ধীরগতিতে এগুচ্ছে। এই দীর্ঘসূত্রিতার সরাসরি কুপ্রভাব পড়েছে পৌরবাসীর ওপর, যারা প্রতিদিন যানজট ও অস্বস্তিকর চলাচলের মুখোমুখি হচ্ছেন। নির্মাণকাজ শ্লথ হওয়ায় বর্ষায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।
চলাচলের পথে আরও বড় বিপদ লুকিয়ে আছে সদর দাখিল মাদ্রাসা সড়কে। সেখানে নির্মিত ড্রেনের ম্যানহোলগুলোর স্থায়ী ঢাকনা না থাকায় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীসহ কলেজ পাড়াবাসীকে নিয়মিত ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। এলাকাবাসী দ্রুত ঢাকনা বসানোর জোর দাবি জানিয়েছে।
স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে পৌরসভার বেশ কয়েকটি প্রধান সড়ক ও ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে পৌরভবন থেকে কলেজ মোড় অংশে প্রকল্প আটকে আছে জায়গার জটিলতায়। সহকারী প্রকৌশলী মো. আবুল বাশার ব্যাখ্যা করেন, পরিকল্পিত ৫ মিটার প্রস্থের সড়ক নির্মাণের জন্য বর্তমানে মাত্র ৩ থেকে সাড়ে ৩ মিটার জায়গা পাওয়া যাচ্ছে। সড়কের একপাশে সরকারি কলেজ ও অন্যপাশে ব্যক্তিমালিকানাধীন জমি থাকায় জটিলতা তৈরি হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সোহেল রানা এই জায়গা সংকটকেই নির্মাণ কাজ ধীরগতির মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস জানান, সড়কের ওই নির্দিষ্ট স্থানে একজন ব্যক্তির সাথে জায়গা নিয়ে বিরোধ রয়েছে। সার্ভে করে তার সাথে আলোচনার মাধ্যমে দ্রুত এই জটিলতা সমাধান ও নির্মাণকাজ ত্বরান্বিত করার চেষ্টা চলছে।
এদিকে, পৌরবাসী সাইদুর রহমানের মতে, প্রধান সড়কগুলোর নির্মাণকাজ দীর্ঘদিন ধরে আটকে থাকায় এবং বর্ষার প্রভাবে পথচারী ও যানবাহনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা প্রতিদিনের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সকলের আশা, জায়গা সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান পেলে পৌরবাসী কাঙ্ক্ষিত উন্নত সড়ক সুবিধা পাবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ