সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কুড়িগ্রাম, গণমাধ্যম, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
গাইবান্ধায় শিশুকে জিম্মি করে সুদের টাকা দাবি; গ্রেপ্তার-৪

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
সুদের টাকা আদায়ে প্রতিবেশীর সাত মাস বয়সী শিশুকন্যাকে জোরপূর্বক আটকে রাখার মর্মস্পর্শী ঘটনায় একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর গ্রামে শনিবার (৯ আগস্ট) দুপুরে এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ রিপোর্ট অনুযায়ী, গ্রামবাসী আব্দুল মতিন কিছুদিন আগে প্রতিবেশী সুজা মিয়ার (৪৫) কাছ থেকে সুদের ভিত্তিতে ৫০,০০০ টাকা ঋণ নেন। টাকা ফেরত দিতে বিলম্ব হওয়ায় সুজা ও তার পরিবার পরিকল্পিতভাবে শনিবার সকালে মতিনের কন্যা শিশুটিকে “খেলার” অজুহাতে নিজেদের বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে শিশুকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে তারা শর্ত জুড়ে দেয়- “টাকা শোধ না হলে শিশু ফেরত দেওয়া হবে না”।
শিশুটির মা ইসমোতারা পর পর পাঁচবার বাড়িতে গিয়ে মেয়েকে ফেরত আনার চেষ্টা করলেও সুজা মিয়া, তার স্ত্রী দুলালী বেগম (৪২) ও ছেলে দুলাল (২২) ও আলাল (১৮) বাধা দেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মধ্যস্থতা করতে এলে তারা শিশুর পরিবারের ওপর শারীরিক হামলা চালায়।
ব্যর্থ হয়ে মতিনের পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের বাড়ি ঘেরাও করে সুজা মিয়া, দুলালী, দুলাল ও আলালকে আটক করে। শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করা হয় ।
ইসমোতারা গাইবান্ধা সদর থানায় সুজা মিয়াসহ পাঁচজনের নামে মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম তালুকদার নিশ্চিত করেছেন, চার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অবশিষ্ট একজনের বিরুদ্ধেও তদন্ত চলছে । তিনি এলাকাবাসী কে সতর্ক করে বলেন ন, “শিশু জিম্মি করাকে কোনো অবস্থাতেই সহিংসতার হাতিয়ার হিসেবে গ্রহণ করা যাবে না”।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ