না’গঞ্জে জাল সার্টিফিকেট তৈরির দায়ে দোকান মালিকের জরিমানাসহ কারাদণ্ড

- আপডেট সময়- ০৬:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জের প্রানকেন্দ্র চাষাড়াস্থ কম্পিউটার মার্কেটে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে এক দোকান মালিককে কারাদণ্ডসহ অর্থদণ্ডে দন্ডিত করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় নগরীর চাষাড়াস্থ সমবায় মার্কেটের চতুর্থ তলায় অভিযান পরিচালনা করা হয়, এসময় ‘স্কাইনেট আইটি’ নামে একটি কম্পিউটার দোকানে অভিযান পরিচালিত হয়।
অভিযানে দোকান মালিক আব্দুল্লাহ আল মামুন (৪৭)-কে হাতেনাতে নকল সার্টিফিকেট সহ আটক করা হয়, এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
র্যাব-১১ এর সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কমান্ডার মো. আল মাসুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে “র্যাব-১১ এর তদন্তে দোকানটিতে জাল সনদ তৈরির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে পরিচয় গোপন করে আমাদের সদস্য সেখানে সার্টিফিকেট বানাতে যায়। সার্টিফিকেট তৈরি হওয়ার পর হাতে-নাতে তাকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা হিসেবে জরিমানাসহ জেল দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার, মো. নাহিদ নিয়াজ শিশির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাল সার্টিফিকেট তৈরি অভিযোগের সত্যতা পেয়ে চাষাড়াস্থ সমবায় মার্কেটের দোকান মালিক আব্দুল্লাহ আল মামুনকে প্রমানসহ হাতেনাতে আটক করা হয়েছে। অভিযানে গোপন তথ্যের অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আটককৃত দোকান মালিককে ইতিমধ্যে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরও বলেন, পুরো জেলা জুড়ে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনাক্রমে সকল ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে অভিযান অব্যহত থাকবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ