তোপের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার

- আপডেট সময়- ০৫:১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জের সুশীল সমাজ, নাগরিক সংগঠন, ছাত্র জনতার সমালোচনা ও তোপের মুখে বর্ধিত বাস ভাড়া অনিদিষ্টকালের জন্য প্রত্যাহার করে নিলেন জেলা ম্যাজিস্ট্রেট(ডিসি) ও চেয়ারম্যান যাত্রী ও পণ্য পরিবহণ কমিটি।
শুক্রবার(২২ আগষ্ট) জেলা প্রশাসকের ভেরিফাই পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে এমন তথ্য জানানো হয়েছে।জেলা প্রশাসকের নিজস্ব ভেরিফাইড পেজে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের পোস্টটি হুবহু তুলে ধরা হলো
”অনিবার্য কারণ বশত গত ২০/০৮/২০২৫ তারিখে বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হলো। সেহেতু ঢাকা- নারায়ণগঞ্জ রুটে, বন্ধন ও উৎসব পরিবহন এর ভাড়া পূর্বের ন্যায় বহাল থাকবে।
আদেশক্রমে
জেলা ম্যাজিস্ট্রেট ও
চেয়ারম্যান যাত্রী ও পণ্য পরিবহণ কমিটি, নারায়ণগঞ্জ।
২২ আগস্ট, ২০২৫”
প্রসঙ্গ উল্লেখ্য যে, এর আগে, গত বুধবার (২০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য আইনশৃঙ্খলা কমিটি ও যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরপর থেকে শুরু হয়ে পুরো জেলায় সমালোচনার ঝড়। বহু সুশীল সমাজ,ছাত্র সংগঠন বর্ধিত বাস ভাড়া বৃদ্ধি প্রতিবাদে সমালোচনা ঝড় তোলে, তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন জেলা ব্যাবসায়ী সংগঠন থেকে শুরু করে সাংবাদিক সমাজ এবং নাগরিক সংগঠনসহ সকলেই।
কিন্তু এর আগে এই রুটে বাস ভাড়া ছিল ৫০ টাকা, এখন তা ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়।
এ নিয়ে উপস্থিত উভয় পক্ষ্যে মধ্যে আলোচনা হয়। এসময় বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, ছাত্র ফেডারেশন ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের প্রতিনিধিরা সভায় বক্তব্য প্রদান করেন। আলোচনা-পর্যালোচনায় শেষে সরকারি প্রজ্ঞাপন ও দূরত্বের বিবেচনায় এ রুটে ভাড়া প্রায় ৬০ টাকা হওয়া উচিত বলে অনেকে মনে করেছিলেন। পরে বিষয়টি সমাধানের জন্য জেলা প্রশাসকের(ডিসি) হাতে ছেড়ে দেয়া হলে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ