ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকার সিদ্ধান্ত

- আপডেট সময়- ০৬:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে এই রুটে বাস ভাড়া ছিল ৫০ টাকা, এখন তা ৫টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।একইসঙ্গে সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করারও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট,সদর নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জেলা পুলিশসহ অন্যান্য কর্মকর্তাগন। সভায় পরিবহন মালিকগন ভাড়া বৃদ্ধির দাবি তোলেন।
এ নিয়ে উভয় পক্ষ্যে মধ্যে আলোচনা হয়। এসময় বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, ছাত্র ফেডারেশন ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের প্রতিনিধিরা সভায় বক্তব্য প্রদান করেন।
আলোচনা-পর্যালোচনায় শেষে সরকারি প্রজ্ঞাপন ও দূরত্বের বিবেচনায় এ রুটে ভাড়া প্রায় ৬০ টাকা হওয়া উচিত বলে অনেকে মনে করেন। পরে বিষয়টি সমাধানের জন্য জেলা প্রশাসকের(ডিসি) হাতে ছেড়ে দেয়া হলে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ