সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বিজিবি
টেকনাফে জেলের বেশে মাদক পাচারের চেষ্টা, ৯৮শ’ ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৫০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে জেলের বেশ ধরে মাদক পাচারের সময় ৯ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) লেদা বিওপির দায়িত্বপূর্ণ আলীখাল ঘাট এলাকার কেওড়া বাগান থেকে এসব ইয়াবা উদ্ধার করে।
বিজিবি জানায়, টহল দলের সদস্যরা দুজনকে জাল হাতে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে ধাওয়া করেন। এ সময় তারা জাল ফেলে কেওড়া বনের ভেতরে পালিয়ে যায়। পরে জাল তল্লাশি করে প্লাস্টিকের প্যাকেটে বিশেষ কৌশলে মোড়ানো ৯ হাজার ৮০০ ইয়াবা পাওয়া যায়।
ঘটনার পরপরই বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা যায়নি। তবে পাচারকারীদের পরিচয় শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ