সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাগেরহাট, বাংলাদেশ, শরণখোলা
শরণখোলায় সিএসও নেটওয়ার্কের সেবা মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০২:০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.58055556, 0.58055556); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 53.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মোঃ কামরুল ইসলাম টিটু, শরণখোলা প্রতিনিধি,
বাগেরহাটের শরণখোলায় ইভলভ প্রকল্প সি এন আর এস (এর) সহযোগিতায়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ও উপজেলা সিএসও নেটওয়ার্কের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ডাঃ আল মামুন জুয়েল (ভেটেরি নারী সার্জন) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শরণখোলা বাগেরহাট, মোঃ খলিলুর রহমান, এস এ এল ও, ডাঃ মোঃ নাজমুল হোসাইন, এলইও, মোঃ ফয়সাল হোসেন, এলএফএ, আঃ রহিম খান, এলএসপি ছাড়া ও উপস্থিত ছিলেন উপজেলার সিএসও নেটওয়ার্ক কমিটির সদস্য, সিএসও কমিটির সদস্য, খামার মালিক ও সাধারণ উপকার ভোগী। সভাপতির দায়িত্ব পালন করেন সিএসও নেটওয়ার্ক সদস্য কামরুল ইসলাম টিটু । প্রচার ও প্রকাশনা সম্পাদক শরণখোলা উপজেলা প্রেসক্লাব , অনুষ্ঠান সঞ্চালনায় মোঃ আজহারুল হক, মাঠ কর্মকর্তা, ইভলভ প্রকল্প, সিএনআরএস, উক্ত অনুষ্ঠানে টিকা”ফ্রি চিকিৎসা”প্রশিক্ষণ’এবং ঔষধ প্রদান কর্মসূচির উন্মুক্ত আলোচনা, প্রশ্ন উওর পর্ব, কর্ম পরিকল্পনা ও প্রানি সম্পদ কর্মকর্তার নিকট সেবা সম্বলিত বিভিন্ন বিষয় নিয়ে আবেদন দাখিল করা হয়।
প্রাণিসম্পদ কর্মকর্তা: সকলের উদ্দেশ্যে বলেন:আমরা সাধারণ মানুষের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর । তবে আমরা জনবল সংকটে এবং প্রয়োজনের তুলনায় ওষুধের বরাদ্দ কম হওয়ায় একটু হিমশিম খাই। এ ধরনের এনজিও কার্যক্রম কে সাধুবাদ জানাই।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ