শরণখোলায় ব্যাটারি চালিত ভ্যান উল্টে কিশোর জিহাদের করুণ মৃত্যু

- আপডেট সময়- ০৪:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম টিটু,শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত ভ্যান উল্টে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে জিহাদ হাওলাদার (১৬) নামে এক কিশোর।
শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তাফালবাড়ি বাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াদ উপজেলার রাজেশ্বর গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়াদ নিজেই তার ভ্যানগাড়ি চালিয়ে পার্শ্ববর্তী তাফালবাড়ি বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ একটি বাঁকে এসে ভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এসময় ভ্যানের চাকা তার গলায় উঠে মারাত্মক আঘাত করে।
তাকে আশঙ্কাজনক অবস্থায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বিশ্বজিৎ জানান, “ভ্যানের চাকার চাপ লেগে জিয়াদের শ্বাসনালী থেঁতলে যায়, যার ফলে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।”
ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যায় পুলিশ। শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “আমরা খবর পেয়েই পুলিশ পাঠিয়েছি। কিশোর নিহতের ঘটনায় বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজেশ্বর গ্রামে। পরিবারের পাশাপাশি এলাকাবাসীও শোকাহত এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে ঘিরে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ