ফতুল্লায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ মামলার আসামি আজিম গ্রেপ্তার

- আপডেট সময়- ১১:৪৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের মামলার আসামি আজিম (২২) কে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তারকৃত আজিম ফতুল্লার গেদ্দারবাজার এলাকার হোসেনের ছেলে।
নারায়ণগঞ্জের আদমজীনগরের র্যাব-১১’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ মে সকাল ৭টার দিকে ভিকটিম বাড়ি থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে সদর উপজেলার ফতুল্লার গেদ্দারবাজার তালতলা শ্মশান সংলগ্ন একটি মেসবাসার সামনে পৌঁছালে আসামি আজিম পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুকৌশলে তাকে একটি ফাঁকা রুমে নিয়ে দরজা আটকে দেয়। একপর্যায়ে ভিকটিম চিৎকার করলে আসামি চাকু দেখিয়ে হত্যার ভয় দেখায় এবং ধর্ষণ করে।
মেয়ের চিৎকার শুনে ভিকটিমের মা এসে দরজার বাইরে থেকে ডাকতে থাকলে আজিম পালিয়ে যায়।
পরে ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় গন্যমান্যদের বিষয়টি জানানো হয়।এ ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের জন্য র্যাবকে দায়িত্ব দেওয়া হয়,এরই ধারাবাহিকতায় এ মামলার পর র্যাব-১১ এর একটি অভিযানিক দল আসামিকে গ্রেফতারে অভিযান চালায়।এর পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী আজিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।