উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, বার্ণ ইউনিটে ভর্তি ৭০ এর অধিক

- আপডেট সময়- ১১:১৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে

অনলাইন ডিজিটাল ডেস্ক।।
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২১ জুলাই) ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানিয়েছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। নারী ও শিশুসহ শতাধিক মানুষ দগ্ধ হয়েছেন, যাদের অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন।
এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল, মঙ্গলবার (২২ জুলাই) একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, এবং বিদেশে বাংলাদেশি মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ