নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০টির অধিক দোকান ভস্মীভূত

- আপডেট সময়- ১০:৩০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র চাষাড়া এলাকার বৃহত্তর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০টির অধিক দোকান ভস্মীভূত।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ৬টার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এসময় ৩০টি অধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পোশাক, জুতা, কনফেকশনারি, ব্যাটারি, ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যের দোকান পুড়ে ছাই হয়ে যায়।এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মী আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের হকার্স মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, আমরা খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট এসে প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩০টির অধিক দোকান পুড়ে গেছে।
তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ।
তিনি বলেন, “হকার্স মার্কেটে ৬৪২টি টিনশেড এর দোকান রয়েছে। এর মধ্যে অন্তত ৩০টির অধিক দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের অনেক টাকার ক্ষতি হয়েছে।”
অগ্নিকান্ডের প্রকৃত কারন ও ক্ষয়ক্ষতির হিসাব জানতে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ