সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, ক্যাম্পাস নিউজ, গণমাধ্যম, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, শিক্ষা ও সাহিত্য, শিক্ষাঙ্গন, স্বাস্থ্য কথা
মাদরাসার দুই শিক্ষার্থীর একই সাথে মৃত্যু; শিক্ষক সমিতির শোক

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

ছবি- মুনাজাতরত অবস্থায় শিক্ষার্থী মো. ইয়াসিন এবং হাস্যজ্জল অবস্থায় মো. জুনায়েদ
মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর প্রতিনিধি।।
ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার একই সাথে দুই শিক্ষার্থী পানিতে পড়ে ডুবে মৃত্যুবরণ করেন। তারা দু’জনেই বরগুনার চর পাতাকাটা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্র।
শিক্ষার্থীদের মৃত্যুতে শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন এক বার্তায় শোক, দুঃখ ও মৃতদ্বয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
বুধবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করে উক্ত চর পাতাকাটা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা হাসানুল কবির বলেন, গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে বলে সংবাদ পেয়ে আমি উক্ত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে আমি জানতে পারি।
তাদের উভয়ের গ্রাম-চর পাতাকাটা, ডাকঘর পরীর খাল, থানা ও জেলা বরগুনা।
শিক্ষার্থীদ্বয় দু’জনেই প্রথম শ্রেণিতে
পড়াশোনা করতো। এদের একজনের নাম- মো. ইয়াসিন (৮), পিতা- ক্বারী মো. রাসেল এবং অপরজন মো. জুনায়েদ (৭), পিতা- মোহাম্মদ সেন্টু মিয়া।
এবিষয়ে উক্ত মাদ্রাসার শিক্ষক হেড ইনচার্জ ও বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি বরগুনা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইবরাহীম জানান, “ওরা দু’জনেই একই সাথে চলাফেরা করতো। উভয় শিক্ষার্থী সকাল বেলা বাড়ি থেকে দারুল আরকাম মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। ক্লাসে যাওয়ার পূর্ব মুহূর্তে ওরা খাতা কলম বই গুছিয়ে ব্যাগে নিয়েছে।
ধারণা করা হচ্ছে, একজন পা ধুইতে গিয়ে বাড়ির পুকুরে পিছলে পড়ে যায়, অন্যজন তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে পড়ে যায় । এতে দুজনেরই মৃত্যু হয়।”
ওদের বাড়িতে গিয়ে এসব বিষয় জানতে পারেন বলে মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ইবরাহীম সাহেব জানান। বাদ যোহর তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়।
এদিকে একই সাথে দুই শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ‘বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে শোক, দুঃখ প্রকাশ করে অভিভাবকগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন কেন্দ্রীয় সভাপতি মুফতি মো. জয়নুল আবেদীন।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ