সিদ্ধিরগঞ্জে ধনু হাজী খালের উভয় পাশে ৩’শ চারা রোপণ করলেন ডিসি

- আপডেট সময়- ০৫:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় ধনু হাজী খালের উভয় পাশে ৩’শ তাল গাছের চারা রোপণ করেছেন জেলা প্রশাসন।
বুধবার (৯ জুলাই) এ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।এসময় তিনশ তাল গাছের চারা রোপন করা হয়েছে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক(ডিসি) বলেন, “ নারায়ণগঞ্জ জেলা শহরের পাশাপাশি উপজেলা পর্যায়ে বিভিন্ন স্থানে ‘গ্রিন এন্ড ক্লিন’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গত দুই মাস ধরে সকলে নিরলসভাবে কাজ করে চলছে। এতে করে আমরা ১ লক্ষ বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা পূরণে অগ্রসর হচ্ছি।”
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১০ মে থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আওতায় জেলা শহরের পাশাপাশি প্রতিটি উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রম পর্যাক্রমে পরিচালিত হচ্ছে। অনেক এলাকায় জেলা প্রশাসক(ডিসি) নিজে স্ব শরীরে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেছেন।এছাড়াও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, কয়েকজন সিনিয়র সচিব ও সচিবগন সরেজমিনে এসে গাছ লাগিয়ে এই উদ্যোগের অংশ হয়ে ভূয়সী প্রশংসা করেছেন।
সিদ্ধিরগঞ্জে চারা রোপন কর্মসূচিতে অন্যান্যে মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, সাদিয়া আক্তার ও আসাদুজ্জামানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবর্গ।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ