শুটকি পাচারে বাঁধা দিলে সুন্দরবনে চার বনরক্ষীর উপর দুর্বৃত্তের হামলা

- আপডেট সময়- ০৫:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম টিটু,
শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি।।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হরিণটানার কলামুলা খাল এলাকা থেকে শুটকি পাচার করার সময় বনরক্ষীরা বাধা দিলে সঙ্গবদ্ধ দুর্বৃত্তের একটি দল তাদের উপর হামলা চালায়। এ হামলায় চার বনরক্ষী আহত হয়েছে আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ২০ জুলাই ভোররাতে সুন্দরবনের কলা মুলা খাল এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের আওতায় কলামুলা খাল এলাকায় হরিণ টানা ফারি ইনচার্জ সুবল মন্ডলের নেতৃত্বে টহল কালে ট্রলার যোগে ১০/১২ জনের জেলো রুপি একটি দুর্বৃত্ত দল শুটকি নিয়ে পাচার করছিল। বনরক্ষীরা তাদের সিগনাল দিলে সিগনাল অমান্য করে তারা সংঘবদ্ধ হয়ে বনরক্ষীদের উপর হামলা চালায় এবং তারা তাদেরকে নদীতে ফেলে দিয়ে পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তের হামলায় চার বনরক্ষী আহত হয় এরা হলেন সবুজ মন্ডল (৩০), আবুল হাসান (২৮), আরমান দাড়িয়া (২৫) ও আব্দুল গফুর (৫০)।তাদের মধ্যে একজনদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে চাঁদপাই রেঞ্জের এসিএফ দীপন চন্দ্র দাস ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের মধ্যে কয়েকজনকে সনাক্ত করতে পেরেছে বনরক্ষীরা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, বনরক্ষীদের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ