শরণখোলায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

- আপডেট সময়- ০২:১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম টিটু
শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালি গ্রামের হানিফ মুন্সির হাঁসের খোয়াড় থেকে ১০ ফুট লম্বা ১৫ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করেছে ভিটিআরটি সদস্যরা। ২৫ জুলাই সকাল ১০ টার দিকে অজগরটি উদ্ধার করা হয়। এর আগে অজগরটি হানিফ মুন্সির খোয়ারে ঢুকে আটটি হাঁসকে মেরে ফেলে তারমধ্যে তিনটি হাঁস গিলে ফেলে অজগরটি।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় হানিফ মুন্সির স্ত্রী সকালে হাঁসের খোয়াড় খুলতে ঘর থেকে সেখানে যায়। ঘরের দরজা খুললেও একটি হাঁস বেড় না হতে দেখে তিনি হতভম্ব হন। পরে তার স্বামী হানিফ মুন্সিকে ডাক দেয় তিনি। পরে হানিফ দেখেন খোয়াড়ের ভিতরে একটি অজগরটি অবস্থান করছে এবং কয়েটি হাস মৃত অবস্থায় পড়ে আছে । পরে তিনি ভিটিআরটির সদস্যদের খবর দিলে টিমের সদস্য জাফর আলী খান, হাসান মুন্সী ও সাগর হাওলাদার এসে হাঁসের খোয়াড় থেকে সাপটিকে উদ্ধার করে।
এ ব্যাপারে হানিফ মুন্সি বলেন, তার আটটি হাঁসের মধ্যে সব গুলি হাঁস মেরে ফেলেছে অজগরটি এবং তার মধ্যে তিনটি গিলে ফেলেছে।
এ ব্যাপারে ভিটিআরটির টিম লিডার মোঃ আলম হাওলাদার বলেন, উদ্ধার করা অজগরটি শরণখোলা স্টেশন সংলগ্ন বনে দুপুরে অবমুক্ত করা হয়।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ