রূপগঞ্জে ব্যবসায়ী হত্যাকান্ডের ঘটনায় এজাহারনামীয় আসামী রাসেল র্যাবের জালে

- আপডেট সময়- ০৫:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্যবসায়ী মামুন ভূঁইয়াকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার পলাতক এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩ নম্বর আসামি রাসেল ফকিরকে (২৫) আটক করা হয়। জানা গেছে রাসেল ফকির রূপগঞ্জ থানার গোলাকান্দাইল এলাকার নাসু ফকিরের ছেলে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে, গত ১০ জুন ২০২৫, মঙ্গলবার বিকেলে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় স্থানীয়রা খোকা নামের একজনকে আটক করলে, ওই খবর এলাকায় ছড়িয়ে পরে। এরপর একই এলাকার জাহিদুল ইসলাম বাবু নিজস্ব লোকজন নিয়ে খোকাকে ছাড়িয়ে নিতে এসে এলোপাতাড়ি গুলি চালায়।
এসময় মো. মামুন ভূঁইয়া (৩৫), নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ আশঙ্কাজনক অবস্থা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের পরিবার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
র্যাব-১১ জানায়, ঘটনার পরপরই র্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেটের হবিগঞ্জে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রাসেল ফকিরকে আটক করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ