যে কারনে পদায়নের ৭২ ঘন্টার মাথায় সোনারগাঁয়ের ওসি ক্লোজড

- আপডেট সময়- ০৩:৪৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পাওয়ার ৭২ ঘন্টার মাথায় প্রত্যাহার করা হয়েছে পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেনকে।
বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম স্বাক্ষরিত এক আদেশে এ পুলিশ কর্মকর্তাকে সোনারগাঁ থানা থেকে প্রত্যাহার করে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।
ওই জোনের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) আসিফ ইমাম একটি গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশাসনিক কারণে ইসমাইল হোসেনকে প্রত্যাহার করে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৭ জুলাই ইসমাইল হোসেনকে বদলি হওয়ার ৭২ ঘন্টা পূর্বে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করেন জেলা পুলিশ সুপার(এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।তার আগে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন মফিজুর রহমান।
মাত্র তিনদিনের মাথায় ক্লোজড হওয়া পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন এর পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি ওই থানা থেকেও তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিলো।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ