বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শরণখোলার কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

- আপডেট সময়- ১১:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম টিটু,
শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি।।
বাগেরহাটের শরনখোলায় -২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে শরণখোলার কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় শরণখোলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শরণখোলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ভাসানী কিন্ডারগার্টেন, মেরিট একাডেমি, রায়েন্দা ইকো কিন্ডারগার্টেনসহ উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে এবং “আমার বন্ধুর বৃত্তি হয়, আমার নয় কেন?”—এমন দাবিও তোলে।
রায়েন্দা ভাসানী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. ইলিয়াস হোসেন লিটন বলেন,
“গত বছর জুলাইয়ে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। দুঃখজনকভাবে আজও সেই বৈষম্য থেকেই গেছে। সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারলেও বেসরকারি শিক্ষার্থীদের সে সুযোগ নেই। আমরা চাই, শিক্ষা ব্যবস্থায় সমতা থাকুক, বৈষম্য নয়।”
বক্তারা আরও বলেন, “বৃত্তি মানে শুধু টাকা নয়—এটা এক ধরনের স্বীকৃতি ও প্রেরণা। শিশুদের মাঝে অনুপ্রেরণা জোগাতে এবং মানসিকভাবে ভেঙে পড়া থেকে রক্ষা করতে সকল শিক্ষার্থীর জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা উচিত।”
উল্লেখ্য, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা পরিপত্রে কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়, যেখানে কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়গুলিকে রাখা হয়নি। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই এ মানববন্ধন।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ