বন্দরে মাসুদুজ্জামানের পক্ষ থেকে জুলাই আহত ও শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত

- আপডেট সময়- ০৪:৫৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রামনগর এলাকায় ২৪’র জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায়, আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বাদ জুমা বন্দরের ধামগড় ইউনিয়নের রামনগর এলাকাস্থ বায়তুন নূর জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যাবসায়ী ক্রীড়া সংগঠক এবং সমাজসেবক মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এসময় মাহফিলে বক্তারা বলেন, “জুলাই-আগস্টের অভ্যুত্থানে যারা আহত ও শহীদ হয়েছেন, তারা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন শহীদ হয়েছেন। আমরা আহতদের সুস্থতা সহ যারা শহীদ হয়েছেন আত্মত্যাগের মর্যাদা রক্ষার চেষ্টা করবো। আহতদের দ্রুত আরোগ্য কামনাসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া চাই।”
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির মহানগর আহ্বায়ক কমিটির সদস্য বিল্লাল হোসেন, ফারুক হোসেন,সমাজসেবক মনির হোসেন সরদার, সাবেক যুবদল নেতা ইসালউদ্দিন ঈসা, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় নেতাকর্মীগন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ