ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরনসহ ৩ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

- আপডেট সময়- ০৫:০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ৩ শিল্প প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।
বুধবার (৯ জুলাই) সদর উপজেলার ফতুল্লা ও কুতুবপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিতাস গ্যাসের যৌথ মোবাইল কোর্ট অভিযানে ৩৫০ ঘনফুট অবৈধ পাইপলাইন অপসারণসহ দুই প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা অর্থদন্ড জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা,এছাড়াও অভিযানে সহায়তা করে তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসি।
অভিযানে ৩টি প্রতিষ্ঠানে অবৈধ সংযোগ ও গ্যাস চুরির প্রমাণ পাওয়া যায়। জব্দ করা হয় ৩৫০ ফুট ৩/৪ ইঞ্চি জিআই পাইপ, ১টি কম্প্রেসর ও ২টি মোটর।
অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, নিউ হাজীগঞ্জের নূর এন্টারপ্রাইজ ১.৫ টনের একটি বয়লার মেশিন দিয়ে দৈনিক আনুমানিক ৪,৫০০ ঘনফুট অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিল। সংযোগ বিচ্ছন্নসহ তাদেরকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও আর আর ফ্যাশন অ্যান্ড লন্ড্রি ৪টি ড্রায়ার ও ১টি বয়লার থেকে দৈনিক ২,৭০০ ঘনফুট গ্যাস ব্যবহারের সম্মুখ প্রমাণ পাওয়া যায়। সংযোগ বিচ্ছিন্ন করা হলেও মালিক পক্ষ উপস্থিত না থাকায় জরিমানা আদায় সম্ভব হয়নি।
কুতুবাইল এলাকার এম.এফ.এস হিট সেট অ্যান্ড ফিনিশিং ৫০০ কেজির একটি বয়লার দিয়ে দৈনিক ১,৫০০ ঘনফুট গ্যাস ব্যবহার করছিল। এই অবৈধ সংযোগের অভিযোগে উক্ত প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা আদায় করে সংযোগ কিলিং করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। গ্যাস চুরি ও অপচয় রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চলমান থাকবে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ