সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, গণমাধ্যম, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, পূর্বাভাস, ফতুল্লা, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
নারায়ণগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল অন্তত ২০টি বসতঘর

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:২১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর রেললাইন সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। আগুনে পুড়েছে অন্তত ২০টিরও বেশি বসতঘর।
সোমবার (২৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে একটি টিনসেড ঘরে এ আগুনের সূত্রপাত ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
মহূর্তেই আগুনের লেলিহান শিখা ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ততক্ষণাৎ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, শহরের ইসদাইরস্থ রেললাইন সংলগ্ন এলাকায় ঘনবসতি পূর্ণ এলাকা তারা মিয়ার টিনসেড বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়ার বসত ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের অন্যান্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
এসময় ভয়াবহ আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পরলে আশপাশের বসত ঘরগুলোর নিম্ন আয়ের বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি করে রাস্তায় বের হয়ে আসেন এবং এলাকাবাসীর সহযোগিতায় সকলে আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকে।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর রাত সাড়ে ১১.৩০ এর দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময়ের মধ্যে আগুনে পুড়ে যায় অন্তত বিশটি বসত ঘর ও যাবতীয় আসবাবপত্র। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপন করা যায়নি।
এ ঘটনায় শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান মিয়া জানান, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রবল তীব্র বাতাসের ফলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ