দেশে সর্বপ্রথম নান্দনিক “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” নির্মিত হলো নারায়ণগঞ্জে

- আপডেট সময়- ০৭:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

ষ্টাফ করেসপন্ডেন্ট।।
দেশে প্রথম নান্দনিক কারুকার্যে জুলাই শহীদ স্মৃতি স্তম্ব নির্মান করলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে নির্ধারিত সময়ের আগেই মাত্র চারদিনে “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” নির্মাণ করে সবার নজর কাড়লেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি)
সরকারী নির্দেশ পাওয়ার পর থেকে নিজস্ব দূরদর্শিতার সাক্ষর রাখতে দ্রুততার সঙ্গে জেলার শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং স্থানীয় রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে জেলার হাজীগঞ্জ এলাকায় এটি নির্মানের উদ্যোগ নেয়া হয়।
এরপর গত শুক্রবার (১১ জুলাই) স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন(ডিসি)।
স্মৃতিস্তম্ভের ফলকে যাদের নাম স্মৃতিতে লেখা রয়েছে, সেই ২১ জন শহীদ হলেন,
রিয়া গোপ, মো. রোমান, আরমান মোল্লা, মো. ইরফান ভূঁইয়া, মো. তুহিন, মো. মোহসীন, মো. জনি, ইব্রাহিম, মো. স্বজন, মো. আদিল, পারভেজ হাওলাদার, মো. ফারহানুল ইসলাম ভূঁইয়া, সোলেমান, ইমরান হাসান, হযরত বিল্লাল, সফিকুল, মো. সজল, মো. মাবরুর হুসাইন, মো. মাহমুদুর রহমান খান, মো. সাইফুল হাসান ও আহসান কবির।
জেলা প্রশাসকের ঐতিকান্তিক প্রচেষ্টা ও
নিরবিচ্ছিন্নভাবে নির্মাণ কাজ সম্পন্ন করে (১৪ জুলাই) নারায়ণগঞ্জে পাঁচ উপদেষ্টা সম্মিলনে অনাড়ম্বর আয়োজনে উদ্বোধন করা হলো দেশের প্রথম “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ”।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে, বাংলাদেশ রেলওয়ে এর নিজস্ব জায়গায়তে বিকেলে শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনে রাষ্ট্রীয়ভাবে অন্তর্বর্তী সরকারের পাঁচজন প্রভাবশালী উপদেষ্টা এবং পাঁচ শীর্ষ সচিবগন সরাসরি অনুষ্ঠানে উপস্থিত হন।
এসময় শহীদ পরিবারের সদস্যদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্মৃতিস্তম্ভটির শুভ উদ্বোধন করা হয়।
এরপর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
বাংলাদেশ সচিবালয়ের পক্ষে শ্রদ্ধা জানান, জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমান, শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম এবং আইসিটি সচিব হায়দার চৌধুরী। ঢাকা বিভাগীয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
সর্বশেষ পর্যায়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা। স্মৃতি স্তম্বের অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন শহীদ আদিলের মা আয়েশা বেগম।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ