‘গ্রিন এন্ড ক্লিন’ কর্মসূচির আওতায় ১ দিনে দেড় হাজার বৃক্ষরোপণ করলেন ডিসি

- আপডেট সময়- ০৬:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় একদিনে ১’হাজার ৫০০টি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে দশ পাইপ সড়ক, ডিএনডি খালসংলগ্ন রাস্তা ও ফকির এ্যাপারেল এর সড়কজুড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক(ডিসি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।তিনি এ সময় একটি পলাশ গাছের চারা রোপণ করে কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে জেলায় ১ লক্ষ বৃক্ষরোপণের কার্যক্রম দ্রুতই সফলভাবে সমাপ্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও জেলার বড় খালগুলো পরিষ্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে, যার সুফল শিগ্রই জেলার মানুষ পাবে।”
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. আব্দুল ওয়ারেছ আনসারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহীনুর আলম, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের বাংলা সমাজকল্যাণ সংস্থা, ভূইঘর সোনালী সংসদ, পরিবর্তন সমাজকল্যাণ সংস্থা, মাদার ওয়েলফেয়ার ও প্রভারটি অ্যান্ড গ্রীণ মুভমেন্ট এ কর্মসূচিতে সম্মিলিতভাবে অংশগ্রহণ করে। এ কর্মসূচি আগামী ১০ জুলাই পর্যন্ত প্রতিদিন চলমান থাকবে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ