সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কুমারখালি, কুষ্টিয়া, খুলনা, গণমাধ্যম, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, ভেড়ামারা
কুষ্টিয়ায় নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-২

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:২২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ার কুমারখালীতে এক নৈশপ্রহরীর মাথায় অস্ত্র ঠেকিয়ে এবং হাত ও পা বেঁধে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৭ জু্লাই) দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়।
আসামিরা হলেন, উপজেলার শিলাইদহ ইউনিয়নের জুরালপুর গ্রামের মানিকের ছেলে মো. রমজান (১৯) ও নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামের ওয়াহিদুজ্জামানের ছেলে মামুন হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই রাত ২টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর এসবিসি ইটভাটায় হানা দেয় ৮-১০ জন ডাকাত। ডাকাতরা ভাটায় ঢুকে প্রথমে নৈশপ্রহরী লেন্টু শেখের (৫৫) মাথায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তার হাত বেঁধে মাঠের ভেতরে নিয়ে যায়। পরে ইটভাটার একটি ট্রাক্টরের ইঞ্জিনসহ মাথার অংশ এবং অন্য একটি ট্রাক্টরের ব্যাটারি খুলে নিয়ে চলে যায়। ট্রাক্টরের ইঞ্জিন ও ব্যাটারির বাজার মূল্য প্রায় ১৬ লাখ ১২ হাজার টাকা।
আরো জানা গেছে, এ ঘটনায় শুক্রবার (২৫ জুলাই) ইটভাটার মালিক খোন্দকার সাজ্জাদুল হক বাদী হয়ে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করেন। মামলায় সন্দেহজনকভাবে গত শনিবার (২৬ জুলাই) দুপুরে নিজ বাড়ি থেকে প্রথমে রমজানকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরেক আসামি মামুনকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেয়া তথ্যমতে ওইদিন রাতে পাবনা থেকে ডাকাতির মাল ট্রাক্টরের ইঞ্জিন ও ব্যাটারি জব্দ করে পুলিশ।
এসবিসি ভাটার নৈশপ্রহরী লেন্টু শেখ বলেন, সেদিন রাত ২টার দিকে পিস্তল নিয়ে ৮/১০ জন ডাকাত ভাটায় ঢোকে। তারা প্রথমে থাপ্পড় দিয়ে আমার মাথার দুই দিক থেকে দুজন দুটি অস্ত্র ঠেকিয়ে ফোন কেড়ে নেয়। এরপর আমার দুই হাত কাঁচা পাটের অংশ দিয়ে বেঁধে মাঠের ভেতরে নিয়ে গিয়ে দুই পা বেঁধে ফেলে। এরপর আমাকে ইটের গাদার কাছে শুইয়ে ট্রাক্টরের মাথার অংশ ও ব্যাটারি নিয়ে চলে যায়।
ইটভাটার ম্যানেজার আইয়ুব আলী বলেন, রাত ২টা ৪১ মিনিটে নৈশপ্রহরীর ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি একটি ট্রাক্টরের ইঞ্জিনসহ মাথার অংশ এবং অপরটির ব্যাটারি নেই। সুষ্ঠু বিচারের আশায় মালিক থানায় মামলা করেছেন।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, গ্রেফতাররা ডাকাতির কথা স্বীকার করেছেন। তারা ঘটনায় জড়িত পাঁচজনের নামও জানিয়েছেন।
তিনি বলেন, গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের দেয়া তথ্যমতে ডাকাতির মাল জব্দ করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ