না’গঞ্জ জেলা পরিষদের সিইও’র বদলিজনিত সংবর্ধনা অনুষ্ঠিত

- আপডেট সময়- ০৭:০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) হোসনে আরা বেগম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিষদ।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বদলিজনিত সদ্য বিদায়ী সিইও হোসনে আরা বেগম সংলিপ্ত বক্তব্যে আবেগতাড়িতভাবে সকলের কাছে কৃতজ্ঞতা সহ দোয়া প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল হোসেন,সার্ভেয়ার সোহেল, হিসাব রক্ষক গোপাল বোস, নমিতা মল্লিকা(উচ্চমান সহকারী) তাসলিমা আক্তার(সাটলিপিকার), নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীগন।
এসময় উপস্থিত বক্তৃতায় বক্তারা বলেন, বদলিজনিত কারনে বিদায়ী দায়িত্ব প্রাপ্ত সিইও দীর্ঘ চৌদ্দ মাস জেলা পরিষদে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি আজ বদলীজনিত কারণে বিদায় নিচ্ছেন। তার কর্মকালীন সময়ে জেলা পরিষদের সকল কর্মকান্ড ছিলো যথেষ্ঠ দায়িত্ব ও গতিশীল। আমরা একজন দায়িত্বশীল নিবেদিতপ্রাণ, সৎ ও মেধাবী কর্মকর্তাকে আবেগতাড়িতভাবে বিদায় জানাচ্ছি। আশা করছি একজন দক্ষ, সৎ ও মেধাবী কর্মকর্তা হিসেবে নতুন কর্মস্থল +সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়) দক্ষতার সাথে দেশ সেবায় সুনাম অক্ষুন্ন রাখবেন।
পরে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছায় জেলা পরিষদের প্রধান নির্বাহীকে বদলিজনিত বিদায় সংবর্ধনা জানান।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ