সাংবাদিক মনিরুল ইসলাম সবুজের মায়ের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

- আপডেট সময়- ০৪:৫৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মরহুম তোফাজ্জল হোসেনের সহধর্মিণী ও সাংবাদিক মনিরুল ইসলাম সবুজ এবং ফটোসাংবাদিক সৌরভের মা মাহমুদা আক্তারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
বুধবার (২৫ জুন) বাদ আসর নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র টানবাজারের অবস্থিত দৈনিক ইয়াদ পত্রিকার কার্যালয়ে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মাসুম বিল্লাহ, জামায়াতের মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সোহেল আক্তার সোহানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিলে সাংবাদিক সবুজের মাতা মরহুমা মাহমুদা আক্তার এবং তার স্বামী দৈনিক ইয়াদ পত্রিকা সম্পাদক, মরহুম তোফাজ্জল হোসেনের আত্মার মাগফিরাত কামনাসহ বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় সাংবাদিক মনিরুল ইসলাম সবুজ তার মরহুম পিতা-মাতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি মহান “আল্লাহর কাছে তার মা-বাবার জীবনের সব গুনাহ মাফ করে দেয়ার ফরিয়াদ জানান।”
এ সময় উপস্থিত সকলে মরহুম তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী সাংবাদিক সবুজের মা মাহমুদা আক্তারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের এ শূন্যতা কখনো পূরণ হবার নয়। আমরা তাদের জন্য দোয়া করি তারা যেনো জান্নাত বাসী হয় পাশাপাশি তাদের বিদায়ী আত্নীর মাগফিরাত কামনা করেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ