না’ঞ্জকে সবুজে ঘেরা পরিচ্ছন্ন ও বাসযোগ্য আধুনিক শহর হিসেবে গড়ে তোলা।”-জেলা প্রশাসক
- আপডেট সময়- ০৩:৩৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ২২২ বার পড়া হয়েছে

“পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই, নারায়নগঞ্জ হবে সবুজে ঘেরা প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্বসেরা: বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক..!
স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই।শিল্পায়ন চলবে, তবে পরিবেশের ভারসাম্য রক্ষা করেই উন্নয়ন সম্ভব। পৃথিবীর একমাত্র বাসযোগ্য গ্রহ হলো এই পৃথিবী তাই একে বাসযোগ্য রাখাই আমাদের প্রধান দায়িত্ব।”
রোববার (২৯ জুন) সকালে নারায়ণগঞ্জের প্রানকেন্দ্র চাষাঢ়াস্থ জিয়া হল প্রাঙ্গণে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলা প্রশাসক(ডিসি) বলেন, “ তাপমাত্রা অত্যাধিক পরিমানে বাড়ার ফলে বরফ গলে সমুদ্রের পানির স্তর বাড়বে, ফসল নষ্ট হবে, দেখা দেবে খাদ্যসংকট। নারায়ণগঞ্জে চাষাবাদের জমি খুবই সীমিত। তাই প্রতিটি খালি জায়গায় বৃক্ষ রোপন এখন সময়ের দাবি। আমরা এই মাসের মধ্যেই এক লক্ষ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ইতোমধ্যে রূপগঞ্জে এক কিলোমিটার সড়কজুড়ে এবং আড়াইহাজারে কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে।”
তিনি আরও বলেন, “ নারায়ণগঞ্জের জেলা প্রশাসন ইতোমধ্যে খাল উদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে। একটি কমিটি গঠন করে দ্রুত সমস্যার সমাধানেকল্পে কাজ চলছে। আমাদের মূল লক্ষ্য নারায়ণগঞ্জ সবুজে ঘেরা পরিচ্ছন্ন ও বাসযোগ্য আধুনিক শহর হিসেবে গড়ে তোলা।”
উপস্থিত সুধীজন ও দর্শনার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক(ডিসি) আরও বলেন, “আপনারা আমাদের পাশে থাকলে ইনশাআল্লাহ আমরা নারায়ণগঞ্জকে সবুজ শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে পারব। আমাদের স্লোগান ‘নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্বসেরা।’”
বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন, জেলা সহকারী বন সংরক্ষক কাজী মাহিনুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগ, পরিবেশকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





































































































































