সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, ফরিদপুর, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, ভাঙ্গা, রাজনীতি, স্বাস্থ্য কথা
ফরিদপুরে যুব সংঘের সভাপতি মঞ্জুর মোরশেদকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৮:৩৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে

মো. সাখাওয়াত হোসেন,
ফরিদপুর জেলা প্রতিনিধি।।
ফরিদপুরের ভাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলার সীমান্তবর্তী এলাকা মুকসুদপুর এর বাহাড়া গ্রামের মঞ্জুর মোরশেদ যুব সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মঞ্জুর মোরশেদ (৫৫)কে রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত ও জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা ১৮ লাখ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করেন মঞ্জুর মোরশেদের পরিবার পরিজন।
সোমবার রাত আনুমানিক সারে ৮টায় বাহাড়া গ্রামের করু শেখের নেতৃত্বে দশ এগারো জনের একটি দল তার বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে এ ঘটনা ঘটায় বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন। পরে স্থানীয়রা সভাপতি মঞ্জুর মোরশেদ কে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মঞ্জুর মোর্শেদ বাহাড়া গ্রামের মৃত্যু মালেক শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মঞ্জুর মোর্শেদ মোটরসাইকেলে তার গ্রামের বাড়ি বাহাড়া থেকে ভাঙ্গায় তার বাসার উদ্দেশ্যে রওনা করছিলেন, এ সময় করু শেখের নেতৃত্বে আগে থেকে ১০/১১জন দুর্বৃত্তরা তার মোটরসাইকেল থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মঞ্জুর মোরশেদের মাথায় মারাত্মক আঘাত এবং দুই পায়ের রগ প্রায়ই বিচ্ছিন্ন হয়ে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। তার আত্মচিৎকারে পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ