নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে অস্ত্র-মাদক ও বিদেশি মুদ্রাসহ আটক-২

- আপডেট সময়- ০২:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও দেশি-বিদেশি মুদ্রা’সহ ২ জনকে আটক করেছে র্যাব-১১।
রোববার (২৯ জুন) সন্ধ্যা ৭টায় ফতুল্লা থানাস্থ দক্ষিণ মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা, ৫০ গ্রাম ইয়াবার গুড়া, ১০০ গ্রাম গাঁজা ও ১ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে র্যাব।
এ সময় তার সঙ্গে থাকা মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫ হাজার ৭২০ টাকা এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।
আটককৃত মো. আল আমিন (৩৫), ফতুল্লার মাসদাইর এলাকার আবুল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিসহ জানায়, দীর্ঘদিন ধরেই ফতুল্লা এলাকায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ নিষিদ্ধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় ফতুল্লার মাসদাইর ছোট কবরস্থান এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে র্যাব-১১।
এ সময় ৫টি ছোরা, ২টি চায়নিজ কুড়াল, ১টি লোহা কাটার যন্ত্র, ২টি লোহার পাইপ (মাথায় সাইকেলের চেইন সংযুক্ত), ১টি নকুল ডাস্টার এবং ১০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করা হয়।
জানা গেছে, আটককৃত রেনু রিনা (৫৫), ফতুল্লা থানার দক্ষিণ মাসদাইর এলাকার সহিদ মিয়া হোসেন আলীর মেয়ে। জিজ্ঞাসাবাদে প্রাথমিক স্বীকারোক্তিসহ জানায়, দীর্ঘদিন ধরে ফতুল্লাস্থ মাসদাইর এলাকায় ভয়ভীতি দেখিয়ে জোর প্রয়োগে গাঁজা বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
র্যাব-১১ জানায়, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।