নারায়ণগঞ্জে মধ্যরাতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র মাদকসহ আটক-২

- আপডেট সময়- ০৭:০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ শহরের জনবহুলতম প্রানকেন্দ্র চারারগোপ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী।
এসময় সাড়াশি তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দেশীয় তৈরি রামদা, বগি, চাইনিজ কুড়াল ও ছুরিসহ বিভিন্ন ধরণের ২৭ টি ধারালো অস্ত্র।
বুধবার (১১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের সহায়তায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন, বন্দর উপজেলার বাড়ইপাড়া এলাকার নূর আলম ও শহরের তল্লা এলাকার পাপ্পু।
অভিযান শেষে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম মল্লিক জানান, মাদক সন্ত্রাস নির্মূলে জনবহুল চারারগোপ এলাকায় ঝটিকা অভিযান চালায় যৌথবাহিনীর উদ্যোগে। এসময় কুমুদিনী খাল পাড় ও জেটির নীচ সহ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় রামদা, বগি, চাইনিজ কুড়াল ও ছুরিসহ বিভিন্ন ধরণের ২৭ টি ধারালো অস্ত্র। এছাড়াও উদ্ধার হয় নিষিদ্ধ ৬৭ পিস ইয়াবা, হেরোইন, ১০টি মোবাইল ফোনসহ মাদক বিক্রির নগদ সাড়ে ১৬ হাজার টাকা জব্দ করা হয়েছে। অভিযানে এসব অস্ত্র, মাদক ও জব্দকৃত অবৈধ সামগ্রীসহ আটক করাসহ বন্দর উপজেলার বাড়ইপাড়া এলাকার নূর আলম ও শহরের খানপুরের তল্লা এলাকার পাপ্পুকে।এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ