নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি মো. বাচ্চু মিয়া (৪৮), কে ময়মনসিংহের ভালুকা থানার পালগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (৪ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এসব তথ্য জানায়,
প্রসঙ্গত,গত ১৭ মে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা সবুজবাগ এলাকায় নজরুল ইসলাম আশিকের বাড়ির কেয়ারটেকারের রুমে নিয়ে ১৪ বছরের এক কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।এ ঘটনার পর ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এর পরবর্তীতে র্যাব-১১ আসামীকে গ্রেপ্তারের চেষ্টায় ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (৩ জুন) দিবাগত গভীর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার পালগাঁও এলাকা থেকে বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।





































































































































