সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কুষ্টিয়া, খুলনা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বিজিবি
কুষ্টিয়ায় মাদক কারবার নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:১৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক কারবার নিয়ে বিরোধের জেরে মহন আলী (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় হৃদয় (২৫) নামে আরেক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের ঠোঁটারপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মহন আলী জামালপুর গ্রামের মৃত মদন আলীর ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের মৃত মসুর আলীর ছেলে। এদিকে হত্যাকাণ্ডের পর শনিবার (২৮ জুন) বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৯ কোটি টাকার মাদকসহ একজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠোঁটারপাড়া ও জামালপুরের কয়েকজন মাদক কারবারির সঙ্গে মহন ও হৃদয়ের অনেক দিন ধরেই মাদক নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন তারা দুজন জনি নামের এক বন্ধুর অসুস্থ দাদাকে দেখতে ঠোঁটারপাড়ায় যান। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে মহন ও হৃদয়ের ওপর প্রতিপক্ষের লোকজন গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে জনি পালিয়ে গেলেও মহন ও হৃদয় তাদের হাতে ধরা পড়ে যান। পরে তাদের কুপিয়ে আহত করা হয়।
পরে টহলরত বিজিবির একটি দল তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মহন আলীর মৃত্যু হয়। পরে শনিবার ভোর সাড়ে ৩টার দিকে বিজিবির একটি দল অভিযান চালিয়ে ঠোঁটারপাড়া থেকে সোহেল হোসেন নামের এক মাদক কারবারিকে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৭ বোতল এলএসডিসহ আটক করে। এসব মাদকের বাজারমূল্য আনুমানিক ৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহেল হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, মাদক কারবারি নিয়ে পুরোনো বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের মধ্যে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। হত্যাকাণ্ডে অংশ নেওয়া বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মহনের চাচা কদম আলী শনিবার দুপুরে পাঁচজনের নাম উল্লেখসহ আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেছেন।