নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ কিশোরগ্যাং ‘ডি কোম্পানির’ ২ সদস্য আটক

- আপডেট সময়- ০৭:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় কিশোরগ্যাং ‘ডি কোম্পানির আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব-১১। অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয় উক্ত গ্যাংয়ের দুই সদস্য ইমরান ও বাপ্পী।
মঙ্গলবার(২৭ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে তল্লাশি চালিয়ে বিক্রির জন্য সংরক্ষিত ১৮ কেজি গাঁজা, ১০১ পুড়িয়া হেরোইন, ৪৭৯ পিস ইয়াবা, ২টি ছুরি এবং ২টি চাপাতি উদ্ধার করা হয়।
বুধবার(২৮ মে) বিকেলে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র্যাব-১১’র নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ. এম. সাজ্জাদ হোসেন এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, কিশোর গ্যাং ‘ডি কোম্পানি’ নামক গ্যাংয়ের সদস্যরা সম্প্রতি সময়ে মাসদাইর এলাকাজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের কারণে স্থানীয় জনজীবন চরমভাবে অতিষ্ঠ হয়ে পরে।
এ চক্র বিভিন্ন সময়ে দেশীয় অস্ত্রসহ মহড়া দিয়ে তারা নিরীহ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করত এবং ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে করে থাকে।এছাড়াও এ গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন স্পটে মাদক সেবন ও কেনাবেচার সঙ্গেও সক্রিয়ভাবে জড়িততার তথ্য জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বাকীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ